এখনও পাহাড়ের উন্নয়নে অস্ত্রধারীদের বাধা বিপত্তি মোকাবেলা করতে হচ্ছে: দীপংকর

143

॥ এম নাজিম উদ্দীন ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, এখনও পাহাড়ের উন্নয়নে নানা বাধা বিপত্তি মোকাবেলা করতে হচ্ছে। কিন্তু শত বিপত্তির মাঝেও আমরা পাহাড়ের পিছিয়ে পড়া মানুষদের মুকে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু পার্বত্য অঞ্চলে মানুষের কল্যাণে এবং উন্নয়নের জন্য কাজ করতে যে অবৈধ অস্ত্রধারীদের বাধা দিচ্ছে তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে, তারা কেন উন্নয়ন চায়না সেটা বুঝতে হবে। একই সাথে তাদের সম্মিলিতভাবে বয়কট করতে হবে। তিনি পাহাড়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, যারা পাঁচ বছর ঘুমিয়ে থাকে আর ভোটের সময় জনগণের কাছে ছুটে আসে, তাদের আসল চরিত্র সাধারণ মানুষকে বোঝানোর জন্য সচেতন নাগরিকদের আহ্বান জানান।

রাঙামাটির সদর উপজেলার বন্দুক ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এমন মন্তব্য করেন। বন্দুক ভাঙ্গা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চন্দ্র কুমার চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, রাঙামাটি পরিষদ সদস্য ঝর্ণা খীসা, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, শিক্ষা প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক খীসাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৬০ লক্ষ টাকা ব্যায়ে রাঙামাটি সদর উপজেলার বন্দুক ভাঙা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়।