এফপিএবি’র নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ

310

index

 

ঢাকা ব্যুরো অফিস, ২৪ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : ভোটার তালিকা থেকে নিয়মিত কাউন্সিলরদের নাম বাদ দেয়ায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় মহামান্য হাইকোর্ট এফপিএবি’র ২৬ ফেব্র“য়ারী অনুষ্ঠিতব্য জাতীয় কার্য্যনির্বাহী পরিষদে নির্বাচন ২০১৬-২০১৮ স্থগিতের আদেশ দিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙ্গামাটি শাখার সভাপতি ও জাতীয় পরিষদের কাউন্সিলর মো. মজিবুর রহমানসহ ৫ জনের নাম কাউন্সিলের তালিকা থেকে বাদ দেয়া হয়। এতে মজিবুর রহমান নির্বাচন চ্যালেন্স করে গত ২২ ফেব্র“য়ারী মহামান্য হাইকোর্টে ২৬ ফেব্র“য়ারী নির্বাচন স্থগিতের জন্য রীট আবেদন দায়ের করেন। রিট নং ২১১২/২০১৬। তার রীটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোট এফপিএবি’র জাতীয় কার্য্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০১৬-২০১৮ স্থগিতের আদেশ দেন। ফলে ২৬ ফেব্র“য়ারী এফপিএবির জাতীয় কার্য্যনির্বাহী পরিষদের নির্বাচন হচ্ছে না।

 সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান