স্টাফ রিপোর্ট- ১১ জুন ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসি ইউএসএ এর যৌথ উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে রেমিট্যান্স গ্রাহকদের জন্য স্পেশাল প্রমোশনাল প্রোগ্রাম ১১ জুন ২০১৭, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে উদ্বোধন করা হয়।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ডেভেলপমেন্ট উইং প্রধান আবু রেজা মোঃ ইয়াহিয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান মোঃ শফিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারি ডিভিশন প্রধান মোঃ রফিকুল ইসলাম এবং ট্রান্সফাস্ট রেমিট্যান্স এর মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং এসোসিয়েট রাকসান্দা হোসেন ও রিলেশন ব্যাংকিং এসোসিয়েট শারমিন আরা রশিদ ইরা সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রোগ্রামের আওতায় প্রতিটি রেমিট্যান্সের বিপরীতে রয়েছে একটি আকর্ষণীয় উপহার, প্রতি সপ্তাহে স্মার্ট ফোন এবং অফার শেষে মেগা গিফট এলইডি টিভি পাওয়ার সুবর্ণ সুযোগ। অফারটি ১১ থেকে ২২ জুন, ২০১৭ পর্যন্ত অব্যাহত থাকবে।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান