এলাকাকে জীবাণুমুক্ত রাখতে বিজিবি রোডের তরুণদের ভিন্নধর্মী উদ্যোগ

425

॥ স্টাফ রিপোর্টার ॥

সারা বিশ্বে মহামারীতে রুপ নেয়া নোভেল করোনা ভাইরাস থেকে নিজেদের এলাকাবাসীদের রক্ষা করতে ও জীবাণুমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বিজিবি রোড এলাকার স্বেচ্ছাসেবী মনমানসিকতার কয়েকজন তরুণ।

এই তরুণরা গত ৮ এপ্রিল থেকে বিজিবি সীমান্ত সম্ভার ক্যান্টিন সংলগ্ন তিন রাস্তার মোড়ে তারা সকাল থেকে রাত পর্যন্ত এলাকায় যত মানুষ ও যানবাহন আসা যাওয়া করে। সেসকল জানবাহন ও মানুষকে জীবাণুমুক্ত করে প্রবেশ করাচ্ছে।

তরুণরা জানায়, আমাদের এলাকাকে জীবাণুমুক্ত রাখতে ও এলাকার মানুষদের জীবাণুমুক্ত রাখতে আমারা এই উদ্যোগ নিয়েছি।

বিাজিবি রোড এলাকার স্বেচ্ছাসেবী তরুণরা হলো- মো. সোহরাব, মো. মিনার, মো. আলম ও মো. রাসেল।