এসএসসি ১১ ব্যাচের চট্টগ্রাম বিভাগীয় শিক্ষার্থীদের মিলনমেলা

365

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে এসএসসি ২০১১ ও এইচএসসি ২০১৩ ব্যাচের মিলনমেলাকে কেন্দ্র করে করে বণভোজন অনুষ্ঠিত হয়েছে এতে চট্টগ্রাম বিভাগের প্রায় ৩ শতাধিক ১১/১৩ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে শিক্ষার্থীরা রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একত্রিত হয়। এরপর তারা লঞ্চযোগে সুবলং ঝর্ণা, সুবলং বাজার, পলওয়ের পার্ক ও কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করে। সন্ধ্যায় রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা করে।

উক্ত আয়োজনের ট্যুর প্যানেলে ছিলেন, বাবর, রহিম, মিজান, রাকিব, কালাম, সাকিউল, আকাশ, তামিম, ফয়সাল, জান, জিয়া, জিসান, সুমন, মান্নান, শামিম, জাহেদ, ইসমাইল, আশরাফ, ফরিদ, মোর্শেদ। এবিষয়ে আয়োজকরা জানিয়েছে, আমাদের এবারের আয়োজন সফল হয়েছে। আগামীতেও আমরা বৃহৎভাবে এরূপ রিইউনিয়নের আয়োজন করবো।