ওলামা মাশায়েখ ও মাজলিসুল মুফাসসিরীনের বরকল উপজেলা কমিটি

35

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, ওলামা মাশায়েখ ও মসজিদ মিশন এর বরকল উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫-২৬ সেশনের জন্য গঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মাওলানা মোঃ হযরত আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ গোলাম রাব্বানী। গত বুধবার বরকলে বিপুল সংখ্যক ওলামা মাশায়েখের উপস্থিতিতে অনুষ্ঠিত এক আলেম সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।
মাজলিসুল মুফাসসিরীন, ওলামা মাশায়েখ ও মসজিদ মিশন এর জেলা সভাপতি মাওলানা এ, বি, এম তোফায়েল উদ্দিন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং জেলার পক্ষ থেকে উক্ত কমিটি অনুমোদন প্রদান করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-মাওলানা ডাঃ মাওঃ মোঃ শামশুল আলম, সহ-সভাপতি-মাওলানা তৈয়ুবুর রহমান, সহ-সম্পাদক-মাওলানা মুফতি আব্দুর রহিম মিয়াজী, অর্থসম্পাদক-মাওলানা মোঃ রফিকুল ইসলাম, অফিস সম্পাদক-মাওলানা মোঃ ওমর আলী, প্রচার সম্পাদক-মাওলানা মোঃ আব্দুল কাদের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মাওলানা মুহাম্মদ মোবারক হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক-হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক-হাফেজ নুর মোহাম্মদ, প্রকাশনা সম্পাদক-হাফেজ মোঃ শাহিনুর রহমান, নির্বাহী সদস্য-হাফেজ মাওঃ নুরুল আলম, হাফেজ মোঃ রিয়াজ উদ্দিন, মাওলানা মোঃ আব্দুল খালেক, মাওলানা মোঃ ইয়াছিন মোল্লা, মাওলানা মোঃ মফিজুল মুন্সী, মাওলানা মোঃ ছগির হোসেন, মাওলানা রাকিবুল ইসলাম।