কঠিন রোগে অর্থ-কষ্টে মানবেতর জীবনযাপন করছেন ‘দৈনিক চট্টগ্রামের পাতা’ প্রকাশক ও সম্পাদক জামাল উদ্দিন

569

jamal-vai-journalist

চট্টগ্রাম থেকে রায়হান হোছাইন –  ৬ ডিসেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি: ১/১১’র তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ সাংবাদিক এম. জামাল উদ্দিন এখন অজানা এক কঠিন রোগে আক্রান্ত হয়ে অর্থ-কষ্টে মানবেতর জীবন যাপন করছেন। তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত ২টি  পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তিনি, দৈনিক চট্টগ্রামের পাতা ও সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম’র প্রকাশক ও সম্পাদক। এম. জামাল উদ্দিন রোগে আক্রান্ত হয়ে তার সকল সম্পদ খুইয়ে স্ত্রী, ছেলে সন্তানদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বেপারী পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন।

ছাত্রলীগ কর্মী হয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথের সৈনিক ছিলেন তিনি। এ জন্য তাকে মিথ্যা মামলায় ডিটেনশনে বেশ কয়েক মাস কারাবরণ করতে হয়। ১/১১’র তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেফতার, পুলিশের নির্যাতনে প্রায় গুরুতর অসুস্থ হয়ন। দীর্ঘ দিন চিকিৎসা করেও তিনি রোগ মুক্ত হননি। ইতিমধ্যে চিকিৎসার প্রয়োজনে তার স্থবর/অস্থবর সকল সম্মত্তি হাত ছাড়া হয়ে গেছে। তাঁর চিকিৎসা সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে বেশ কয়েকটি আবেদনও করেছেন। কিন্তু তিনি কোনো সহায়তা পাননি বলে জানাগেছে। তার সহযোগিতায় সাংবাদিক সমাজসহ সকলের এগিয়ে আশাউচিৎ।

পোস্ট করেন, শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।