॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
কমিউনিটি পুলিশিং দিবস ২০২২ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে নানিয়ারচর থানার সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ সুজন হালদার।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) আনিছুর রহমান, এসআই মো. তারেক, এসআই মো. শোয়াইব, এসআই সুকান্ত, বুড়িঘাট ইউপি সংরক্ষিত আসনের সদস্য নাসিমা বেগম, ইউপি সদস্য মোস্তফা, গ্রাম পুলিশ সদস্য জীবন্ত চাকমা ও মো. আবু হানিফ প্রমূখ।
সভাপতির বক্তব্যে সুজন হালদার বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজে অপরাধ প্রবনতা কমছে। সমাজ থেকে মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ সকল অপরাধ নিরাময়ে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। তাই শুধু থানা পুলিশ নয়, কমিউনিটির সকলের সমন্বিত পুলিশিং ব্যবস্থার মাধ্যমে অপরাধ নির্মূলে কাজ করতে হবে।