॥ মাসুদ পারভেজ নির্জন ॥
রাঙামাটি করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নতুন ভবন উদ্বোধন হয়েছে। সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থিকে সকাল ১১ টায় কাঠালতলীস্থ করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির কার্যালয় ও ভবন উদ্বোধন করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
এসময় প্যানেল মেয়র জামাল উদ্দিন, করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমুখী সমবায় সমিতির সভাপতি মমতাজ উদ্দিন,সহ সভাপতি সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক রবিন বিশ্বাস,যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন, সোলাইমান, টিপু, ইলিয়াছ সহ সকল মিলের মাঝি মিস্ত্রিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত রাঙামাটি করাত কল শ্রমিক সমিতি এ জেলার একটি প্রাচীন সংগঠন। তাদের নিজস্ব জায়গায় একটি ভবনের ভিত্তি দেওয়া থাকলেও এতদিন নানা সমস্যায় তারা ভবনের নির্মাণ কাজ শেষ করতে পারেনি। সম্প্রতি ভবনটি নতনভাবে নির্মাণ করা হয়। ভবনে সমিতির কার্যালয় ছাড়াও কয়েকটি রুম বাণিজ্যিক প্রয়োজনে ভাড়া প্রদান করা হয়েছে। যা থেকে লব্ধ আয় সমিতির সদস্যদের কল্যাণে ব্যয় করা হবে।