প্যানেল মেয়রের তদারকিতে ৭নং ওয়ার্ডে চলছে পৌরসভার ডেঙ্গু নিধন কার্যক্রম

639

॥ স্টাফ রিপোর্টার ॥
করোনা ভাইরাস প্রতিরোধে রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর শুরু থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর পাশাপাশি ডেঙ্গু মশা নিধনের কার্যক্রম শুরু করেছে পৌর কতৃপক্ষ। এরই অংশ হিসেবে ৭নং ওয়ার্ডে প্যানেল মেয়র মো. জামাল উদ্দীনের তত্ত্বাবধানে করোনা ভাইরাস প্রতিরোধের পাশাপশি ডেঙ্গু মশা নিধনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এবিষয়ে রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন বলেন, রাঙামাটি পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধের পাশাপাশি প্রতি ওয়ার্ডে ডেঙ্গু মশা নিধনের কার্যক্রম চলছে। পৌরবাসীর উদ্দেশ্য তিনি বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনাদের ভালো রাখতে, নিরাপদে রাখতে। আপনারা ও একটু চেষ্টা করুন নিজে ভাল ও নিরাপদে থাকতে। অদৃশ্য এই শত্রুর বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়ী হবই ইনশাআল্লাহ।