॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য কাব্য কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০ঃ৩০ ঘটিকায় রাঙামাটি শহরের কলেজ গেইটের মোটের জর্জ এর হল রুমে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ৬২জন মানুষের হাতে ভালোবাসার উপহার স্বরূপ চাউল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য কাব্য কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও পার্বত্য কাব্য অনলাইনের পরিচালক কবি রেজাউল করিম মিন্টু, পার্বত্য কাব্য কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের যুগ্ম-আহবায়ক কবি রোকেয়া আক্তার, পার্বত্য কাব্য অনলাইনের পরিচালক কবি লক্ষী চন্দ, কবি আলাউদ্দীন, কবি লোকমান হোসেন, পার্বত্য কাব্য কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য তপন ত্রিপুরা, কবি নীতি ভূবন চাকমা, কবি নাজিম, কবি সোহেল ও কবি কামরুল ইসলাম প্রমূখ।