করোনা প্রাদুর্ভাব রোধে নানিয়ারচরে জেলা তথ্য অফিসের প্রচারণা

373

মেহেদী ইমাম

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের মাত্রা বেড়ে যাওয়ায় সড়ক প্রচারণায় নেমেছে জেলা তথ্য অফিস। মাইকিং প্রচারণার মাধ্যমে স্থানীয়দের সতর্কতা বাড়াতে কাজ করছে তারা। স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান ও সরকারী নির্দেশনা মানতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে এই প্রচারণা চালাচ্ছে বলেও জানিয়েছে তথ্য বিভাগ।

মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) বিকালে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি, বগাছড়ি, ইসলামপুর, নানিয়ারচর বাজার, উপজেলা এলাকা ও টিএন্ডটি এলাকায় মাইকিং এর মাধ্যমে সড়ক প্রচারণা চালায় জেলা তথ্য অফিস। এসময় জেলা তথ্য অফিসের সাইন অপারেটর নজরুল ইসলাম, উচ্চমান সহকারী সাইফুল ইসলাম ও এপিএই আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। সড়ক প্রচারে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা, জনসমাগম এড়িয়ে চলা, সামাজিক ও ধর্মীয় জনসভায় ১০০জনের অধিক উপস্থিত না হওয়াসহ সরকারী নির্দেশনাসমূহ প্রচার করা হয়।