কর্ণফুলী নদীতে গোগল করতে গিয়ে তরুণী নিখোঁজ

736

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মাঝি পাড়ায়  শনিবার দুপুরে কর্ণফুলী নদীতে গোগল করতে গিয়ে সুই চিহ্লা মারমা (২১) নামের এক তরুণী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

এই রিপোর্ট লিখা পর্যন্ত কাপ্তাই নৌ বাহীনির ডুবুরী দল কর্ণফুলী নদীতে উদ্ধার কর্যক্রম অব্যাহত রেখেছে বলে নৌ বাহীনি সুত্রে জানা যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে রাইখালীর পূর্ব কোদালা এলাকার মংচাই প্রু মারমার মেয়ে সুই চিহ্লা মারমা (২১) মাঝি পাড়ার কর্ণফুলী নদীতে গোগল করতে গিয়ে পা পিছলে নদীতে
নিখোঁজ হয়ে যায়।