|| কাপ্তাই প্রতিনিধি ||
রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত উপমহাদেশের বিখ্যাত কাগজ তৈরি প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস পরিদর্শনে করেছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসির) চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ এমদাদুল হক।
রোববার সকাল ১১ টায় তিনি কর্ণফুলী পেপার মিলস পরিদর্শনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান কর্ণফুলী পেপার মিলস এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস। এসময় বিসিআইসির পরিচালক মোঃ লুৎফর রহমান, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এবং কর্ণফুলী পেপার মিলস এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিসিআইসির চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ এমদাদুল হক কর্ণফুলী পেপার মিলের পরিদর্শনের পাশাপাশি সার্বিক উন্নয়নে মিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।





























