কর্ণফুলী স: কলেজের আয়োজনে এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট সম্পর্কিত অনলাইন ভার্চুয়াল সভা

559

|| কাপ্তাই প্রতিনিধি ||

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজের আয়োজনে ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রনয়নকৃত এসাইনমেন্ট লিখন, প্রদান এবং মূল্যায়ন এর সার্বিক নির্দেশনার বিষয়ে এক অনলাইন ভার্চুয়াল সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী সরকারি কলেজের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ সমন্বয়ে এই অনলাইন ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

উক্ত ভার্চুয়াল সভায় কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হাসান আরিফ এলাহী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ড.গাজী গোলাম মওলা (আজাদ বুলবুল), কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ সহ প্রমুখ। উক্ত ভার্চুয়াল সভায় কর্ণফুলী সরকারি কলেজের কলেজের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনলাইনে যুক্ত থেকে অতিথিদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শ্রবণ করেন এবং পরীক্ষার বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করেন।