কর্মহীন ১৩শ চালককে ২৫ কেজি করে চাউল দিলোঃসিএনজি সমিতি

433
॥ ইকবাল হোসেন ॥
রাঙামাটি জেলা  অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির উদ্যোগ ১,৩০০ চালক ও শ্রমিকদের হাতে ২৫ কেজি চাউলের বস্তা উপহার স্বরুপ তুলে দেওয়া হয়েছে।
রোববার সকাল ১০ টায় জেলার কর্মরত কর্মহীন হয়ে পরা সিএনজি চালক ও শ্রমিক দের হাতে ত্রাণ বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
উক্ত উদ্বোধনীতে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও  রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি সভাপতি পরেশ মজুমদার ,সহ-সভাপতি কবির আহাম্মদ , সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমসহ সমিতির অন্যান্য নেতাকর্মীরা
এসময় রোমান রাঙামাটি জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন আমাদে এই কার্যক্রমে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ মহোদয়  আড়াই মেট্রিকটন খাদ্যশস্য ও ২৫ হাজার টাকা নগদ অর্থ রাঙামাটি জেলা  অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতিকে সহযোগিতা করেছেন এবং বাকি গুলো সমিতির পক্ষ থেকে দিয়ে সমিতির সাথে জড়িত সিএনজি চালক ও শ্রমিকদের মধ্যে যারা স্বশরীরে উপস্থিত আছে এরকম ১,৩০০ জনের পরিবারকে আমরা সমিতির পক্ষ থেকে ২৫ কেজি করে চাউল পৌঁছে দিচ্ছি।