॥ শহিদুল ইসলাম হৃদয় ॥
সারা দেশের ন্যায় রাঙামাটিতেও চলছে অঘোষিত লকডাউন। পাহাড়ের মানুষ লকডাউনের আজ এক মাস অতিবাহিত করতে চলেছে। প্রশাসনের নির্দেশনায় জেলার নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা ঘরের বাহির না হতে পেরে কর্মহীন হয়ে পড়ায় পরিবার নিয়ে চলতে বিপাকে পড়েছে।
সরকারি নির্দেশনায় জেলা প্রশাসনের পাশাপাশি এমন কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে দেখা মিলছে জনপ্রতিনিধি সহ সমাজসেবী মনমানসিকতার কিছু বিত্তবান লোকদের।
শুক্রবার বিকালে ২ নং পাথর ঘাটা এলাকায় কর্মহীন হয়ে পড়া ৬০ পরিবারেরে মাঝে উপহার স্বরুপ ইফতার সামগ্রী বিতরণ করেছেন রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ভূইয়া।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাসের এই বিশ্বব্যপি দূর্যোগের কারনে সরকারি নির্দেশনায় সকলে নিজ গৃহে অবস্থান করছে। তাদের কর্মস্থল বন্ধ হয়ে পড়ায় পরিবারের সদস্যদের নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে। তা দেখে আমি আমার সামর্থ্য অনুযায়ী ত্রাণ নয় কিছু উপহার দিয়ে পাশে থাকতে চেষ্টা করেছি। আমি এখন আমার এলাকার কর্মহীন হয়ে পড়া ৬০ পরিবারকে ইফতার সামগ্রী উপহার দিলাম। আগামীতে এসব পরিবারকে ১ মাসের খাদ্য সামগ্রী উপহার দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি।