কলমপতি কাঠ ব্যাবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

408

॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলার কলমপতি কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ  (রেজি নং ২৭৭,সংশোধিত-০১,তারিখ-০৪.১০.২০১৬খ্রিঃ) এর নির্বাচন শনিবার নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা কমিটির সুত্রে জানা যায়,নির্বাচনে সভাপতি হিসাবে নির্বাচিত হন মোঃ ঈমাম উদ্দিন  (প্রতিক ছাতা),তার প্রতিবদন্ধি প্রার্থী নজরুল ফারুক সরকার (প্রতিক মাছ), সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হন বাবু বড়ুয়া (প্রতিক ফুটবল), তার সাথে প্রতিবদন্দি প্রার্থী ছিলেন মোঃ আব্দুল গফুর (প্রতিক হরিণ), ও মোঃ কামাল উদ্দিন (প্রতিক আনারস),সম্পাদক হিসাবে নির্বাচিত হন মোঃ সামশুদ্দিন (প্রতিক গোলাপ ফুল), তার প্রতিবদন্দি প্রার্থী মোঃ আব্দুর রহিম (প্রতিক দোয়াত কলম), সদস্য ১নং ব্লক নির্বাচিত হন মোঃ আজিজুর রহমান (প্রতিক মোরগ), তার প্রতিবদন্দ্বি প্রার্থী ছিলেন মোঃ তোফায়েল আহাম্মদ (প্রতিক দেয়াল ঘড়ি) ও মোঃ মনিরুল ইসলাম বাবলু (প্রতিক তালাচাবি), ২নং ব্লক সদস্য নির্বাচিত হন মোঃ নুরুল হুদা (প্রতিক তালা চাবি), তার প্রতিবদন্ধি প্রার্থী ছিলেন বিকাশ দাশ (প্রতিক মোরগ), ৩নং ব্লক সদস্য নির্বাচিত হন মোঃ ফারুক (প্রতিক হাতি), তার প্রতিবদন্ধি প্রার্থী মোঃ রুপ মিয়া (প্রতিক কলস)।

উল্লেখ্য যে, কলমপতি কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতি লিমিটেডের মোট সদস্য সংখ্যা- ৬৬১ জন। মোট ভোটার সংখ্যা – ৬৬১জন, ভোটাধিকার প্রয়োগ করেন মোট- ৬০৫ জন। নির্বাচিত কমিটির মেয়াদকাল ৩ বছর বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।