কল্পনা অপহরণ ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের দাবিতে মানববন্ধন

575
OLYMPUS DIGITAL CAMERA
॥ মোঃ নাজিম উদ্দিন ॥

কল্পনা চাকমা অপহরণ ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের দাবিতে মাববন্ধন করেছে পাহাড়ি সংগঠনগুলো।

রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি,হিল উইমেন্স ফেডারেশন এবং পাহাড়ি ছাত্র পরিষদের যৌথ আয়োজনে জেলা প্রশাসন প্রাঙ্গনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি রাঙামাটি জেলার সভাপতি সোনা রাণী চাকমার সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক সজিব চাকমা।

এছাড়া আরও বক্তব্য রাখেন,পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরাম’র সাধারণ সম্পাদক ইন্টু মণি চাকমা, এডভোকেট সুষ্মিতা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলার সভাপতি রিন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি আশিকা চাকমা প্রমুখ।

মানবন্ধনে বক্তারা কল্পনা চাকমার অপহরণ ঘটনার রাঙামাটি পুলিশের দেয়া তদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রত্যাখান করেন। পাশাপাশি চাঞ্চল্যকর এ ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। মানববন্ধন থেকে তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।