॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌর এলাকার কাঁঠালতলীর মসজিদ কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে সহযোগিতার হাত বাঁড়িয়েছে দিয়েছে বনরুপা ফারুক মার্কেট ব্যবসায়ী সমিতি। রোববার দুপুর ১২.৩০মিনিটে বনরুপা ফারুক মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী (খাদ্য) ও পারিবারিক ব্যবহার্য উপকরণ সামগ্রী প্রদান করা হয়।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও পারিবারিক ব্যবহার্য উপকরণ সামগ্রী মধ্যে ছিলো- চাল, আলু, পেয়াজ, সাবান, তেল, বালতি, চামচ, হাড়ি-পাতিলসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী (খাদ্য) ও পারিবারিক ব্যবহার্য উপকরণ সামগ্রী । এসময় রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, বনরুপা ফারুক মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: হারুনুর রশীদ, সহ-সভাপতি জামাল উদ্দিন, আব্দুল শুক্কুর, সহ-সাধারণ সম্পাদক মনি ত্রিপুরা, প্রচার সম্পাদক মো: নাছির, সদস্য বেলাল হোসেনসহ অত্র সমিতির কার্যকরি পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার দুপুর ১.৪০মিনিটে অগ্নিকান্ডের ঘটনায় ঘটে। সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের দীর্ঘ ২ঘন্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আসে। এসময় ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।