স্টাফ রিপোর্টার, ৯ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : কাইন্দ্যা মুখ পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার গ্রীনহিল স্পীড প্রকল্প কর্তৃক ছাত্র ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পীড প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মানস মুকুল চাকমা, বিশেষ অতিথি ছিলেন বালুখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য বন কুমার চাকমা, কাইন্দ্যামুখ পাড়া কার্রবারী বুদ্ব চাকমাসহ বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন স্পীড প্রকল্পের উপজেলা প্রজেক্ট অফিসার ধ্রূব কুমার চাকমা। অনুষ্ঠানে বক্তরা বলেন, এই উদ্যোগ ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করাসহ শিক্ষার গুনগতমান বৃদ্ধি করার জন্য। আশা করা যায় এর মাধ্যমে বিদ্যালয়ে ঝরেপড়া শিক্ষার্থীর হার কমবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে।
পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান