কাউখালিতে লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরাম গঠন

104

॥ কাউখালী প্রতিনিধি ॥

ইউএনডিপির আয়োজনে কাউখালী উপজেলায় লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরাম (এলভিএমএফ) গঠন করা হয়েছে। একই সাথে ভরান্টিয়ারদের নিয়ে ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণের আযোজন করা হয়।

প্রশিক্ষণটি বৃহস্পতিবার সকালে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনডিপি জেন্ডার ও কমিউনিটি কোহেশানের চীফ ঝুমা দেওয়ান, ইউএনডিপি ডিএফএফএসও মেহেদী হাসান। ইউএনডিপি ডিএলসিএম বিহীত বিধান খীসা ও আইটি বিশেষজ্ঞ মোঃ ওমর ফারুক প্রমুখ।

২য় দিনের প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন লংগদু সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ মুছা তালুকদার, প্রশিক্ষক মোঃওমর ফারুক। প্রশিক্ষণ সার্বিক সহযোগিতায় ছিলেন মেহেদী হাসান, বিহীত বিধান খীসা, রমেল বড়ুয়া, মেলাঅং মারমা। প্রশিক্ষণে কাউখালী উপজেলার চার ইউনিয়ন হতে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। তার মধ্যে ইউপি চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, সাংবাদিক, পাড়া কার্বারীরা প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। উপস্থিত অংশ গ্রহনকারীদের নিয়ে কাউখালী উপজেলায় আগামী ২ বছরের জন্য একটি লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরাম (এলভিএমএফ) কমিটি গঠন করা হয়।