কাউখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

115

॥ স্টাফ রিপোর্টার ॥

কাউখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি ঘিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া।

জাতীয় পর্যায়ের এনজিও ‘নারীপক্ষ’ এর সহায়তায় অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নারীর উপর সহিংসতার আশংকা থেকে ‘প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন’ এই শ্লোগানে এবার দিবসটি পালন করছে নারী সংগঠনগুলো।

উইভ এর নির্বাহী অফিসার নাই উ প্রু মারমার (মেরি) সভাপতিত্বে এতে অতিথি সারিতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন। প্রকল্প সমন্বয়কারী উমেচিং মং মারমাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কিশোর-কিশোরী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

বক্তারা, নারীর নিরাপদ জীবন বির্নিমাণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকল মহলকে যথাযথভাবে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, পরিবর্তিত সমাজ কাঠামোয় দিন দিন বিকশিত হচ্ছে সভ্যতা, এর হাত ধরে নারীর ক্ষমতায়ন ঘটলেও নারী নির্যাতন বন্ধ হচ্ছে না। প্রতিনিয়ত আমরা সমাজের নানা পর্যায়ে এখনও নারী নির্যাতনের যে বিভৎসা চিত্র দেখতে পাই তা প্রতিরোধে নারী সমাজকে সোচ্ছার ও সচেতন হতে হবে।

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসটি ১৯৯৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে। দিবসটি পালনের পিছনে একটি মর্মস্পর্শী ঘটনা রয়েছে। ক্যরাবিয়ান দেশ ডোমিকান প্রজাতন্ত্রে স্বৈরাচার বিরোধী আন্দেলনের সময় একসঙ্গে তিন সহদোর বোনকে হত্যা করা হয়। প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল নামের সেই তিন বোনের স্মরণেই দিবসটি পালনের উদ্ভব ঘটে। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।