কাউখালীতে উপকারভোগীদের সাথে আশিকার মতবিনিময়

599

 

॥ কাউখালী প্রতিনিধি ॥ পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলায় বে-সরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মিটিং উয়িথ স্টেক হোল্ডার সাপোর্টিং টু ফিজিক্যাল ফ্যাসিলিটিজ অফ মার্গেনালাইজড বাকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা গতকাল বুধবার সকাল ১০ টায় কাউখালী উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

আশিকা আয়োজিত এই মতবিনিময় সভা কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওয়ালী উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচা মং), অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মিস এ্যানি চাকমা (কৃপা), ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (দুমং), কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা, সেভ দ্যা চিলড্রেন রাঙামাটির ম্যানেজার মিনাকি চাকমা প্রমুখ। মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আশিকা এন জিও’র কর্মসুচি পরিচালক এ্যাডঃ মিস কক্সী তালুকদার, সেভ দ্যা চিলড্রেন প্রকল্প কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। আশিকা এন জিও’র প্রকল্প সমম্বয়কারী সুখেস্বর চাকমা, বাকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমুতোষ চাকমা, আশিকা এন জিও’র প্রকল্প কর্মকর্তা রুপেস চাকমা, ফিল্ড অফিসার অং প্রু মারমা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি মোঃ বশির মিয়া, অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কাউখালী উপজেলা প্রকল্প কর্মকর্তা অংশ্লিাহ মারমা। উল্লেখ্য যে, দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেনের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় ক্ষুদ্র নৃ- ঘোষ্ঠির মাতৃ ভাষায়  ৫ টি প্রাক-প্রাথমিক বিদ্যালয় (চাকমা-২টি,মারমা-৩টি) পরিচালিত হচ্ছে।