॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা অফিসার কল্যাণ ক্লাবে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার-২০২০ খ্রিঃ অনুষ্ঠিত হয়। খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অং প্রু মারমা, রাঙামাটি জেলা নিরাপদ খাদ্য অফিসার শুভ্র দাশ, কাউখালী থানার পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম।
এ সময় সেমিনারে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা সমবায় অফিসার মোঃ জহির উদ্দিন, উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্মৃতি বিকাস ত্রিপুরা, পোয়াপাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক করুনাময় চাকমা, উপজেলা যুব উন্নয়ন অফিসার ¯িœºা তালুকদার, বেতবুনিয়া ইউপি সচিব মোঃ কবির হোসেন, সাংবাদিক মোঃ আরিফুল হক মাহবুব,সাংবাদিক মোঃ ওমর ফারুক,মোঃ মামুন হাছান, মোঃ জামাল উদ্দিন সহ উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমম্বয় কমিটির সকল সদ্য/সদস্যা বৃন্দ।
পরে সেমিনারে নিরাপদ খাদ্য বিষয়ে বিভিন্ন বিষয় তুলে আনা হয় এবং তা সরকারের উদ্বোতন কর্তৃপক্ষের নিকট প্রেরনের জন্য সেমিনারে সুপারিশ করা হয়।