॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। দিবসটি ঘিরে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, উপজেলা উপজেলা কৃষি অফিসার মোঃ রাসেল সরকার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুইমি প্রু রোয়াজা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঘাগড়া ইউপি সচিব তপোধন দেওয়ান, সাংবাদিক মোঃ ওমর ফারুক, ইউএনডিপি এফএফএস অফিসার মোঃ মেহেদি হাসান, ঘাগড়া ইউপি মেম্বার মন্টু রন্জন চাকমা, কলমপতি ইউপি সচিব নির্মল চাকমা, কলমপতি ইউপি মেম্বার মোঃ দেলোয়ার হোসেন শামীম,মেম্বার মোঃ রেজাউল করিম, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা মোহাম্মদ গোলাম ফারুক, বেতবুনিয়া ইউপি সচিব মোঃ কবির আহমদ, বেতবুনিয়া ইউপি মহিলা মেম্বার শাহানাজ আক্তার, মেম্বার মোঃ কামাল উদ্দিন জসিম, ইউএনও অফিসের নাজির মোঃ মামুন হাছান, মোঃ জামাল উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য বৃন্দ।