কাউখালীতে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন

276

p......5-1

কাউখালী প্রতিনিধি- ৬ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : রাঙামাটি জেলা তথ্য অফিস কর্তৃক শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্য্যক্রম (জি ও বি) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের সমম্বয়ে দিনব্যাপি এক ওরিয়েন্টেশন কর্মশালা রোববার কাউখালী উপজেলার বে-সরকারী উন্নয়ন সংস্থা ইপসা’র এইচ আর ডি সি তে অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা)। রাঙামাটি জেনারেল হাসপাতাল মেডিকেল অফিসার মাকসুদল হক। রাঙামাটি জেলা তথ্য অফিসার কৃপাময় চাকমা প্রমুখ।

ওরিয়েন্টশনে উপজেলার ৪নং কলম পতি ইউনিয়নের জণপ্রতিনিধি,শিক্ষক,বিভিন্ন ধর্মীয় গুরু, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টশনের উম্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন মাষ্টার মিলন কান্তি দাশ। মেম্বার মো. আবুল কালাম।মেম্বার পাইসা মং মারমা। মহিলা মেম্বার নিংবাইউ মারমা। মৌলভী হাসান মাসুদ। সাংবাদিক মো. ওমর ফারুক। জণপ্রতিনিধি মো. রফিকুল ইসলাম।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান