কাউখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী

119

॥ কাউখালী প্রতিনিধি ॥

রাংগামাটির কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল মেলার উদ্ভাবনী সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডিজিটাল মেলা উদ্ভাবনী সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ফাহমিদা আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ পারভেজ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ গাজিউল হক।অনুষ্ঠানে ডিজিটাল মেলার বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন করেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি)।

এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মত্সঅফিসার মোঃ ইকবাল হোসাইন, উপজউপজেলা প্রকৌশলী মোঃ নাজিমউদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরুন প্রকাশ চাকমা।, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার মিয়া, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা ইনস্ট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ এয়ার আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সিমা রানী সেন।

মেলায় মোট ৪টি স্টল দেয়া হয়। পরে মেলায় অংশ গ্রহনকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এবং অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।