॥ মোঃ ওমর ফারুক ॥ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য্যকরী নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারকে সংবর্ধনা প্রদান করেছে কাউখালীবাসী।
কাউখালী উপজেলা আওয়ামীলীগ, অঙ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা সদর মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে এক বিশাল আনন্দ র্যালী উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা সদর মাঠে আলোচনা সভায় যোগ দেয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আ’লীগের সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দিপংকর তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আ’লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা আ’লীগের সহ-সভাপতি অংচা প্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী, কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচান চৌধুরী, উপজেলা আ;লীগের সহ-সভাপতি ক্যাজাই মারমা, উপজেলা আ;লীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, উপজেলা আ;লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেতবুনিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা চৌধুরী, বেতবুনিয়া ইউপি’র চেয়ারম্যান খইচাবাই তালুকদার, যুবলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজিব দত্ত, বেতবুনিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মনির উদ্দিন, ছাত্রলীগ নেতা মোঃ মন্জু, ইউপি মেম্বার মোঃ হেলাল উদ্দিন ও মোঃ শরীফ উদ্দিন।
আলোচনা সভার শুরুতেই আওয়ামীলীগ কাউখালী উজেলা শাখা, অংগ সংঘঠন ও সহযোগী সংঘঠনের পক্ষ হতে সংবর্ধিত নেতা দিপংকর তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।