কাউখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ডেউটিন ও চেক বিতরণ

299

p..2-2

মোঃ ওমর ফারুক- ৭ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : কাউখালী উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৫৭ পরিবারের মাঝে ডেউটিন ও চেক বিতরন করা হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলাপ্রশাসক মোঃ সামসুল আরেফিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। জেলা ত্রাণ ও পুণর্বাসন শাখার মাধ্যমে দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এসব ডেউটিন ও চেক বিতরন করা হয় গতকাল সোমবার সকাল ১১ টায়।  বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে টিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচা মং) ও কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও দুর্য্যােগ ব্যাবস্থাপনা কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, কাউখালী উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মিস এ্যানি চাকমা (কৃপা) ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (দুমং) প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা। আলোচনা সভাশেষে প্রধান অতিথি ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্থ ২৯ পরিবার, ২নং ফটিকছড়ি ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৫ পরিবার, ৩নং ঘাগড়া ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১২ পরিবার ও ৪নং কলম পতি ইউনিয়নের ১১ পরিবারকে ২ বান্ডেল করে ডেউটিন এবং ছয় হাজার টাকার চেক বিতরণ করেন। সূত্রমতে অনুষ্ঠানে কাউখালী উপজেলার মোট ৫৭ টি পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান