কাউখালীতে নানা কর্মসূচিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

112

॥ কাউখালী প্রতিনিধি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশান( ইপসা) এর আয়োজনে কাউখালীর পোয়াপাড়ায় ইপসা নিজস্ব এইচ আর ডিসিতে গতকাল মংগলবার সকাল সাড়ে দশটায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে এক রালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইপসা এইচআরডিসি পোয়াপাড়ায় এসে শেষ হয়। রালীত্তর এক আলোচনা সভা ইপসা কাউখালী এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল গফুরের সভাপতিত্বে অনুস্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা। অনুস্টানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ইপসা কাউখালী শাখার ম্যানেজার মোঃ মইন উদ্দিন। অন্স্টুান সঞ্চালনায় ছিলেন ইপসা সুখী জীবন প্রকল্পের ফ্যাসিলেলটর দীপায়ন চাকমা ও ইপসা সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা জ্ঞানেন্দু খীসা।

এ সময় অনুষ্ঠানে ইপসা এনজিওর সকল স্টাফ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন।