কাউখালীতে প্রতিবন্ধি ও বিধবাদের মাঝে অনুদানের চেক বিতরণ

370

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালীতে বে-সরকারী উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার স্যোস্যাল এ্যাকশন (ইপসা) এর উদ্যোগে পাঁচজন প্রতিবন্ধি ও বিধবা মহিলাকে অনুদানের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পোয়া পাড়ায় সংস্থাটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপসা সমৃদ্ধি কর্মসুচির এরিয়া ম্যানেজার ও ফোকাল পারসন মো. এনামুল হক শান্ত।

সভায় প্রধান অতিথি ছিলেন ৪নং কলমপতি ইউপি‘র চেয়ারম্যান ক্যজাই মারমা। বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা প্রেস কøাব সভাপতি মো. আরিফুল হক মাহবুব, প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইপসা কাউখালী অফিসের সমৃদ্ধি কর্মসুচির এসডিও জ্ঞানেন্দু বিকাস খীসা,স্বাস্থ্য কর্মকর্তা রীমা আক্তার, শিক্ষা কর্মকর্তা মো. মনীর হোসেন, শিক্ষক সহাযিকা রেনু বালা মারমা সহ অনুষ্টানে আগত সুফল ভোগিরা।

উল্লেখ্য যে ইপসার উদ্যোগে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহযোগিতায় কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউপি‘র পাচঁটি প্রতিবন্ধি ও বিধবা মহিলা প্রধান পরিবারের মাঝে মেচিং ফান্ডের ৫৭হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। অনুদান প্রাপ্ত পরিবারগুলি হলো নাইল্যাছড়ি এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী, নাজমা বেগম (বার হাজার টাকা), বড়ডুলু পাড়ার মৃত,সাথোয়াই মারমার স্ত্রী, মংচুঅং মারমা (বার হাজার টাকা), বড়ডুলু পাড়ার মৃত,বুদাইয়া মারমার স্ত্রী,উসাংমা মারমাবার (বারহাজার টাকা),আমছড়ি পাড়ার মৃত,সাথুই অং মারমার স্ত্রী,উনুচিং মারমা(নয় হাজার টাকা), নাইল্যাছড়ি এলাকার মৃত,নুরুল হকের স্ত্রী, আমেনা বেগম (বার হাজার টাকা) বলে সংশ্লিষ্ট সুত্র জানান।