॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
রাঙামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে কাউখালী উপজেলার পূর্বশিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা তথ্য অফিস এর উপপরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউখালী উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, অংক্যজ চৌধুরী, চেয়ারম্যান,১ নং বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সপ্না দে, বিশিষ্ট সমাজ সেবক এম এ হামিদ, মাইন উদ্দিন খোকা ও হেলাল উদ্দিন প্রমুখ।
মহিলা সমাবেশে বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ- পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখেন ।মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগের সুফল এখন তৃণমূলের সাধারণ মানুষ পাচ্ছেন বলে অতিথিগণ তাদের বক্তৃতায় উল্লেখ করেন। মহিলা সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।