কাউখালীতে বর্জ্য ব্যাবস্থাপনা প্রচারণা বিষয়ক কর্মশালা

97

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালীতে বর্জ্যব্যাবস্থাপনা প্রচারণা বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপি কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনডিপি রাঙামাটি জেলা প্রতিনিধি জয় খীসা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, রাংগামাটি জেলা এইচডাব্লিউএইচবি জেলা কর্মকর্তা ডাঃ সুকিরন চাকমা প্রমুখ।

বর্জ্যব্যাবস্থাপনা বিষয়ক কর্মশালায় অংশ গ্রহন করেন সাংবাদিক মোঃ আরিফুল হক মাহবুব, সাংবাদিক মোঃ ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা কনিষ্ঠ বড়ুয়া, মেম্বার মোঃ দেলোয়ার হোসেন শামীম, মেম্বার মোঃ আনোয়ার হোসেন, কলমপতি হেডম্যান মানুচিং মারমা, শিক্ষক বিপন চাকমা, ফার্মাসিস্ট মোঃ মিজানুর রহমান, কার্বারী উক্যজাই চৌধুরী, মেম্বার অংচিং মারমা, সাবেক মেম্বার পাইক্রামা মারমা সহ উপজেলার বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। কর্মশালার আয়োজনে ছিলেন রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ। সার্বিক সহযোগিতায় ইউএনডিপি রাংগামাটি জেলা কার্যালয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।