কাউখালীতে বিশ্ব এইডস দিবসপালিত

514

p.....5

কাউখালী প্রতিনিধি, ১ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি :  ‘এইচ আই ভি সংক্রমন ও এইডস মৃত্যু নয়ঃ নয় একটিও আর বৈষম্যহীন পৃথিবি গড়ব সবাই এই আমাদের অঙিকার’ এবারের এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বে-সরকারী উন্নয়ন সংস্থা আর এইচ স্টেপ ও  সূর্য্যরে হাসি ক্লিনিকের যৌথ উদ্যোগে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি কাউখালী উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সৈয়দ কামরুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্য অতিথির মধ্যে বকÍব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহেদ উদ্দিন আর এইচ স্টেপ এন জি ও’র ম্যানেজার তুহিন চাকমা। সূর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজার বাবুল দেওয়ানজি। কাউখালী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ ওমর ফারুক। উপজেলা স্বাস্থ্য বিভাগের ক্যাশিয়ার হাজি মোঃ আসমত আলী। হেলথ ইনসপেক্টর তারা কেশ্বর ভট্টাচার্য্য  প্রমুখ। বক্তারা আলোচনা সভায় বলেন এইডস একটি মারাত্বক রোগ  আমরা যদি একটু সচেতন হই তাহলে কঠিন এই রোগ থেকে সহজেই বাচাঁ সম্ভব। আমরা রক্ত গ্রহনের পূর্বে অবশ্যই রক্ত পরিক্ষা  করে গ্রহন করব। তা ছাড়া  ভাল ইনজেকশন সিরিন্জ ছাড়া সিরিন্জ ব্যাবহার করা ঠিক নয়। যার যার ধর্মীয় রীতিনিিত মেনে চললে আর কোন ভাবেই এইডস হওযার সম্ভাবনা থাকেনা। এইডস বিশ্বের এখন একটি মারাত্বক রোগ হিসাবে দেখা দিয়েছে বলে বক্তারা আলোচনা সভায় তাদের এই অভিমত ব্যাক্ত করেন।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান