॥ কাউখালী প্রতিনিধি ॥
সম্প্রতি রাঙামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে কাউখালী উপজেলার বেতছড়ি মরহুম ফজলু মাষ্টারের বাড়িতে এক মহিলা সমাবেশ গত বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্টিত হয়।
মহিলা সমাবেশ উপলক্ষে এক আলোচনা সভা রাঙামাটি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক কৃপাময় চাকমার সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা, জেলা মহিলা বিষয়ক অফিসের উপ-পরিচালক হোসনে আরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তরুণ চাকমা। অনুষ্ঠান সন্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের মোঃ নজরুল ইসলাম।
এ সময় অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের সেলাই প্রশিক্ষক জেসি চাকমা, মোঃ মমিন, জেলা তথ্য অফিসের মোঃ আব্দুল মান্নান। এ সময় মহিলা সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার মা বোনেরা উপস্থিত ছিলেন।