॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলার জুন মাসের আইন শৃঙ্খলা সভা মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা।
আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার নাথ,থানার অফিসার ইনচার্জ ( ওসি) এস এম শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, কাউখালী সরকারী ডিগ্রী কলেজের ( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ ইছাহাক,মুক্তি যোদ্ধা মোঃ বাহার মিয়া, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা, উপজলা পরিসংখ্যান অফিসার মোঃ আমির খসরু, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, পোয়াপাড়া সরকারী উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক করুনাময় চাকমা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল কাদের, ফায়ার সার্ভিসের প্রতিনিধি লিটন বড়ুয়া, ইউএনও অফিসের প্রতি নিধি কাজি আহসান উল্লাহ সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য বৃন্দ।
প্রসংগত গত মে/২০২২ ইং মাসের মাসিক আইন শৃঙ্খলা সভার রিপোর্ট সভায় উপস্থাপন করেন কাউখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) এস এম শহিদুল ইসলাম। তিনি সভায় জানান গত মে মাসের আইন শৃঙ্খলা ভালো। কোথাও কোন আইন শৃঙ্খলার অবনতি হয়নি বলে তিনি সভাকে অবহিত করেন।