॥ কাউখালী প্রতিনিধি ॥
শহীদ লিয়াকত স্মৃতি সংসদ জোন রাঙামাটির আয়োজনে মঙলবার সকাল ১০টায় কাউখালী উপজেলা মডেল রিসোর্স সেন্টারের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সংগঠনের রাঙামাটি জেলার জোন সমম্বয়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোাধক ছিলেন বেতবুনিয়া হোসাইনিয়া শরীফের সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ মোঃ মুনীর উদ্দিন হোসাইনী,বিশেষ অতিথি ছিলেন বেতবুনিয়া আদর্শগ্রাম দরসুল কোরআন ওয়াসুন্নাহ মাদ্রাসার সভাপতি আব্দুল মান্নান লিডার, এতে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম ওয়াছিয়া আহম্মুদিয়া সুন্নিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ কাজি মোঃ মুফিজুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,মাওলানা হাসান মাহমুদ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কর্তৃক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান হতে মোট ১৬ জন ছাত্র,ছাত্রীদের হাতে শহীদ লিযাকত স্মৃতি বৃত্তির ১টি ক্রেষ্ট, ১টি সনদ পত্র, ১টি ম্যাগাজিন, ২০০ টাকার মুল্যের প্রাইজ বন্ড প্রত্যেকের হাতে তুলে দেন।