কাউখালীতে শিক্ষার্থীদের কম্বল ও জায়নামাজ বিতরণ

455

॥ সোরাওয়াদ্দি সাব্বির ॥

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া হযরত আবু হুরায়রা (রাঃ) মাদ্রাসা, হেফজখানা ও এতিম খানার শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল ও জায়নামাজ বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধায় ঘাগড়া হযরত আবু হুরায়রা (রাঃ) মাদ্রাসা, হেফজখানা ও এতিম খানায় দুস্থ-শীতার্ত শিক্ষার্থীদের মাঝে, কাউখলী উপজেলা যুবলীগ নেতা মোঃ সোহেল’র পক্ষ হতে এই জায়নামাজ ও কম্বল বিতরণ করা হয়।

এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ শহিদউল্ল্যা (পিপিএম), কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক কনিষ্ঠ বড়–য়া, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট অনেকেই।