কাউখালীতে সুর্য্যরে হাসি ক্নিনিকের স্বাস্থ্য মেলা ও ফ্রি মেডিকেলক্যাম্প

373

 

কাউখালী প্রতিনিধি

কাউখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায়, বে-সরকারী উন্নয়নমুলুক সংস্থা সুর্য্যরে হাসি ক্লিনিক কর্তৃক আয়োজিত মা ও শিশু, কিশোর কিশোরী “স্বাস্থ্য মেলা” ও ফ্রী মেডিকেল ক্যাম্প রোববার সকাল ১১টায় বেতবুনিয়া চাইঞোই বাজার মাঠে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ডাঃ রবি কুমার চাকমার সভাপতিতে অনুষ্ঠিত হয়। অনূষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন কাউখালী পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী  (চৌচামং), উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং, ১নং বেতবুনিয়া ইউ পি চেয়ারম্যান খইচাবাই তালুকদার, বেতবুনিয়া পুলিশ ফাড়ি ইনচার্য্য এস আই মোঃ মোজাম্মেল হোসেন প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সুর্য্যরে হাসি ক্লিনিক রাঙামাটির প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ ওমর ফারুক, কাউখালী সুর্য্যরে হাসি ক্লিনিক ম্যানেজার বাবুল দেওয়ানজি,  সাংবাদিক মোঃ ওমর ফারুক, বেতবুনিয়া ইউ পি সচিব মোঃ কবির হোসেন, মেম্বার মোঃ সেলিম, সাবেক মেম্বার মোঃ আব্দুল হামিদ, মেম্বার মোঃ হেলাল উদ্দিন, মহিলা মেম্বার শাহানাজ আক্তার, মোঃ সালাহ উদ্দিন মন্জু। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সুর্য্যরে হাসি ক্লিনিকের প্রজেক্ট ম্যানেজার অসিম কুমার দত্ত।  আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পী ঘোষ্ঠি সঙীত শিক্ষক প্রানতোষ বড়–য়ার নেতৃতে¦ স্বাস্থ্য মেলায় সঙীত পরিবেশন করেন। এবং স্বাস্থ্য মেলায় চারটি এন জিও অংশ গ্রহন করেন এবং দিনব্যাপি জনসাধারনকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করেন।

উল্লেখ্য যে ২০১৪ ইং সালে দাতা সংস্থা ইউ এস এ আই ডি/ ডিএফআইডি/ এনএইচএসডিপি/ এফডিএসআর সহযোগিতায় বে-সরকারী উন্নয়নমুলুক সংস্থা সুর্য্যরে হাসি ক্লিনিক কাউখালী উপজেলা  মা ও শিশু, কিশোর কিশোরীর উপর স্বাস্থ্য সেবা কার্য্যক্রম শুরু করেন বর্তমানে অব্যাহত রেখেছেন।