॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝের পাড়া গ্রামে বুধবার দিবগত রাতে রহস্যজনকভাবে এক স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত স্কুল ছাত্রীর পিতা থানায় দায়ের এজাহারে বলেন, উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ী এলাকা মাঝের পাড়া গ্রামের বাসিন্দা হলামং উ মারমার মেয়ে নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী উক্রাচিং মারমা(১৪)।
বুধবার রাতে নিজ বাড়িতে ঘরের বাশেরঁ ছালায় নিজ ওড়না পেছিয়ে রহস্যজনকভাবে আত্মহত্যা করেন। কিন্তু কি কারনে কেন তার মেয়ে আত্মহত্যা করেছেন তা তিনি এবং তার পরিবারের কেউ কিছুই জানেন না।
কাউখালী থানা পুলিশ খবর পেয়ে রাত্রে ১১টার সময় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে থানায় নিয়ে আসেন। পর দিন বৃহস্পতিবার নিহত লাশের পোষ্ট মর্টেমের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ(ওছি) মোঃ শহিদ উল্লা পিপিএম জানান।
এ ব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলা নং ৭,তারিখ-১১,১১,২০২০খ্রিঃ আইও এসআই শেখ মোহাম্মদ জাবেদ।