কাউখালীতে স্কুল পর্যায়ের জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

111

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোলডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবা (১৩ জুন) বিকেলে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কাউখালী উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। অন্যন্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ফাহমিদা আফরোজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন , উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা প্রেসক্লাব সহ- সভাপতি মোঃ ওমর ফারুক, ইউএনও অফিসের প্রশাসনিক অফিসার কাজি মোঃ আহসান উল্লাহ, মোঃ মামুন হাছান, মোঃ মোস্তফা কামাল মহিম, মংমং মারমা সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি সহ ক্রীড়ামোদিরা।

খেলায় উপজেলার চার ইউনিয়ন হতে চারটি দল অংশ গ্রহণ করবেন। উদ্বোধনী ম্যাচে ঘাগড়া ইউনিয়ন একাদশ বনাম বেতবুনিয়া ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করেন। পরদিন ( বুধবার) কলমপতি ইউনিয়ন একাদশ বনাম ফটিকছড়ি ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করবে বলে জানা যায়। খেলায় রেপারী হিসাবে দায়িত্ব পালন করেন সুমন রায় চৌধুরী, সহকারী রেপারী রয়েছে শান্তি মুনি চাকমা, শিমুল বড়ুয়া।