কাউখালীতে হত দরিদ্র পরিবারের মাঝে অর্থ সহায়তা বিতরণ

370

॥ কাউখালী প্রতিনিধি ॥

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ব্যাবস্থাপনায় কাউখালী উপজেলার কোলাপাড়া গ্রামের হতদরিদ্র ৬৮টি পরিবারের মাঝে আর্থিক সহয়তা বিতরণ করা হয়ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দিপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙলবার দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এই সহায়তা বিতরণ করেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু‘র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী,কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসএম চৌধুরী (চৌচামং),উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার,আইসি আর সি প্রতিনিধি রাকিবুল হাসান শুভ,বাংলাদেশ রেডক্রিসন্ট সোসাইটি ঢাকা কো-অর্ডিনেটর বাকি বিল্লাহ,রেডক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্যা মনোয়ারা বেগম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের ইউনিট অফিসার মো. নুরুল করিম। অনুষ্টান সন্চালনায় ছিলেন রেডক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্য ক্যাসিংমং মারমা।্এসময় অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অং প্রু মারমা, ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্যা পিপিএম, রেডক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্য দানবীর চাকমা, বেতবুনিয়া ইউপি‘র চেয়ারম্যান খইচাবাই তালুকদার, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা,বিআরডিবি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, কলমপতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপত মো. ইমাম উদ্দিন সহ সুফলভুগি সদস্য/সদস্যারা।

উল্লেখ্য যে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায়র্, আইসিআরসি ইকোসেক প্রজেক্টের আর্থিক সহায়তায় কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের কোলাপাড়া গ্রামের মোট ৬৮টি (উপজাতিয়) মারমা পরিবারের মাঝে নগদ অর্থ (চেকের মাধ্যমে) প্রতিটি পরিবারকে ৩০হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। পরে প্রধান অতিথি উপস্থিত হতদরিদ্র প্রতিটি পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন।