কাউখালীর পানছড়িতে রাঙামাটি সেনা জোনের শিক্ষা উপকরণ বিতরণ

107

॥ কাউখালী প্রতিনিধি ॥

রাঙামাটি জোন (১১ ইস্ট বেঙ্গল) এর আয়োজনে কাউখালী উপজেলার প্রত্যন্ত দূর্গম পাহাড়ী এলাকায় অবস্থিত পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বুধবার সকাল ১১টায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জোনের অধিকায়ক লেফটেনেন্ট কর্নেল বিএম আশিকুর রহমান পিএসসি।

অনুষ্ঠানে কাউখালী আর্মি ক্যাম্পের সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন ফুয়াদ আল ইসলাম, ওয়ারেন্ট অফিসার মোঃ মোজাইহিদুল ইসলাম, পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থুইমন রোয়াজা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দয়াচরণ তালুকদার, সহ-সভাপতি তৃপ্ত মনি চাকমা, পানছড়ি পাড়া কার্বারী শিব রতন চাকমাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ছাত্র ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন ।

পরে প্রধান অতিথি বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে স্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী তুলে দেন।