কাউখালী প্রতিনিধি ৮ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন প্রাথমিক, কিন্টার গার্টেন, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ বিদ্যালয়ে ইংরেজি নববর্ষ ২০১৬’র প্রথম দিনেই পাঠ্য পুস্তক উৎসব উলক্ষে সরকারী ভাবে বিনা মূল্যে পাঠ্য পুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। কাউখালী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক জানান, সরকারী ঘোষনা অনুযায়ী ইংরেজি নববর্ষ ২০১৬ ইং সালের প্রথম দিনেই উপজেলার কাউখালী সদর বালিকা উচ্চ বিদ্যালয়, পোয়া পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পোয়া পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, কাউখালী কিন্টার গার্টেন বিদ্যালয়, কাউখালী ছিদ্দিক-ঈ- আকবর দাখিল মাদাসা, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়,ঘাগড়া বহুমুখী উচ্চ বিধ্যালয়, শিয়াল বুক্কা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারী প্রথমিক, মাধ্যমিক,মাদ্রসা উচ্চ বিদ্যালয়ে সরকারী ভাবে বিনা মুল্যে পাঠ্য পুস্তক বিতরন করা হয়।
এ সময় পাঠ্য পুস্তক বিতরনে ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতার। কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌচা মং চৌধুরী (এস এম চৌধুরী)। কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক। কাউখালী প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা। কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহসভাপতি মো. ওমর ফারুক। ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সদস্য,সদস্যাগন অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান