কাউখালী উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির ২ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

225

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির পুষ্টি পরোক্ষ কর্মসূচি বিষয়ক সতেজকরের উপর ২ দিনের প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে সম্পন্ন করা হয়। উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির ২ দিনর প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার সকাল সাড়ে ১০ উপজলা মিলনায়তনে উদ্ভোধন করা হয়। উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী উপজেলা নিবাহী অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুস্টিত হয়। সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বরুন দত্ত।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ছামিউল হক, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সুজন কানুনগো সহ পুষ্টি সমম্বয় কমিটির সদস্য সদস্যাগন।

২ দিনের প্রশিক্ষণ কর্ম শালা গতকাল বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে সম্পন্ন করা হয়। প্রশিক্ষণ কর্ম শালা সমাপন অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার মেডিকেল অফিসার ( আরএমও)ডাঃ মোঃ ইফতেখার হোসেন ফরহাদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা।

এসময় প্রশিক্ষন কর্মশালায় উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির সদস্য গনের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইনস্ট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ আরিফুল হক মাহবুব, সহ-সভাপতি মোঃওমর ফারুক, উপজেলা ম?স (ভারপ্রাপ্ত) কর্মকর্তা দিপন চাকমা, ঘাগড়া ইউপির ১ নং ওয়র্ড মেম্বার মোঃ মুনির, কলমপতি ইউপির মহিলা মেম্বার সাবিসা খাতুন,ব্রাক কাউখালী উপজেলা ম্যানেজার রীতা চাকমা, গেইন এনজিও প্রতিনিধি রেনুকা চাকমা, জুম ফাউন্ডেশন লীন প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটর জ্ঞান বিকাস চাকমা সহ উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির মোট ২০ জন সদস্য / সদস্যাগণ।