কাউখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রযুক্তি প্রদর্শনী

331

॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাহাড়ী এলাকার ভূমি অবক্ষয় মোকাবেলায় টেকসই ভুমি ব্যবস্থাপনা এক প্রযুক্তি প্রদর্শনী গতকাল মঙলবার সকাল ১০টায় পোয়া পাড়া গোপাল মেম্বারের বাড়িতে অনুষ্টিত হয়।

প্রযুক্তি প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রাশিদুজ্জামান ইমরান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা।

এ সময় অনুষ্ঠানে অন্যানের দধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ গোলাম মাওলা, হলামোচিং মারমা, তৈয়ব নুর সাগর, উজ্জল ত্রিপুরাসহ উপজেলার বিভিন্ন এলাকা হতে জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়ের শিক্ষক,কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি এবং কৃষক গণ অংশ গ্রহন করেন।