কাউখালী ছিদ্দিক-ই-আকবর দাখিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ

91

॥ ওমর ফারুক, কাউখালী ॥

রাঙামাটির কাউখালী উপজেলা সদরের ছিদ্দিক-ই- আকবর (রাঃ) দাখিল মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার, কাউখালী থানার ওসি মোঃ পারভেজ আলী, বিআরডিবি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক। মানপত্র পাঠ করেন মাদ্রাসা শিক্ষক কাজী মোঃ হোসাইন ফারুকী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক মাওলানা মোহাম্মদ গোলাম ফারুক।

অনুষ্ঠানে মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সকল শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভার পর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।