কাউখালী সরকারি ডিগ্রি কলেজে বিট পুলিশিং সভা

122

॥ কাউখালী প্রতিনিধি ॥

রাঙামাটি জেলার কাউখালী থানা পুলিশের আয়োজনে কাউখালী সরকারি ডিগ্রি কলেজে বিট পুলিশিং সভা সোমবার দুপুর ১২ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায় কাউখালী সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ ইছাহাক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাউখালী থানার ওসি এসএম শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল হালিম, কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল গফুর, এসআই মোঃ ওসমান গনি, কলেজ শিক্ষক বিপন চাকমা প্রমূখ। এসময় কলেজের একাদশ, দ্বাদশ শ্রেণির সকল ছাত্র ছাত্রী ও কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।