কাউখালী সার্বজনীন গীতা মন্দিরে উত্তরায়ণ সংক্রান্তি ও ধর্ম সভা

492

॥ কাউখালী প্রতিনিধি ॥
কাঊখালী উপজেলা বাজার সার্বজনীন শ্রী শ্রী গীতা মন্দিরের আয়োজনে উত্তরায়ণ সংক্রান্তি উদযাপন-২০২১ খ্রিঃ উপলক্ষে মহতি ধর্ম সভা, ভক্তিমুলুক সংগীতান্জলি ও অষ্টপ্রহরব্যাপি মহানামযজ্ঞের মহোৎসব গতকাল বুধবার সন্ধায় মন্দির প্রাংগনে শুরু হয়।

মহতী ধর্ম সভা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাউখালী সদর আইডিয়েল কেজি স্কুলের অধ্যক্ষ মিলন কান্তি দে। অনুস্টানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ এরশাদ সরকার, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা,কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওছি) মোঃ শহিদ উল্লা পিপিএম,বিআরডিবি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন,বিশিষ্ট শিক্ষাবিদ সুভাস চন্দ্র তালুকদার।

এ সময় ধর্ম সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ডাঃ প্রদিপ কুমার বৈদ্য, সাধারন সম্পাদক বিকাস কান্তি দাশ,কাউখালী সার্বজনীন শ্রী শ্রী গীতা মন্দির যুগ্ম-সাধারন সম্পাদক নারায়ন সাহা, বিশিষ্ট সংগীত প্রশিক্ষক প্রানতোষ বড়–য়া, টুন্টু লাল সওদাগর, কণিষ্ট বড়ুয়া, স্বপন সওদাগর সহ সনাতন ধর্মালম্বীর সকল সনাতনী ভক্তবৃন্দ।

ধর্ম সভায় উদ্ভোধক ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার। ধর্মীয় বক্তা ছিলেন জুরাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন কাউখালী সার্বজনীন শ্রী শ্রী গীতা মন্দির সভাপতি ও মহোৎসব উৎযাপন কমিটির সভাপতি স্বপন কান্তি সাহা। ধর্ম সভায় সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশনায় ছিলেন কাউখালী সার্বজনীন শ্রী শ্রী গীতা মন্দির শিল্পি ঘোষ্টি। ধর্ম সভা শুরুর পুর্বে অতিথি বৃন্দ কে মন্দিরের পক্ষ হতে ফুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয়।

উল্লেখ্য যে গত ১৩ বুধবার,১৪বৃহ্স্পতিবার, ও ১৫শুক্রবার জানুয়ারী-২০২১ খ্রিঃ এই ৩ দিন উত্তরায়ণ সংক্রান্তি উদযাপন উপলক্ষে কাউখালী বাজার শ্রী শ্রী গীতা মন্দিরের আয়োজনে মহতি ধর্মসভা, ভক্তিমুলুক সংগীতান্জলি ও অষ্ট প্রহরব্যাপি মহানামজ্ঞের মহোৎসব চলবে বলে মহোৎসব উদযাপন কমিটি সুত্রে জানা যায়।